ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

রাজনীতি

পুঠিয়ায় জামায়াত শিবিরের তিন নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
পুঠিয়ায় জামায়াত শিবিরের তিন নেতাকর্মী আটক প্রতীকী

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় নাশকতার অভিযোগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন স্থান থেকে জামায়াত শিবিরের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের মোহপুর আলীয়া মাদ্রাসার শিক্ষক ও জামায়াত নেতা আবদুল কুদ্দুস (৫২), বাঁশপুকুরিয়া গ্রামের জামায়াত কর্মী মানিক উদ্দীন (৩২) ও শিবপুর হাটের শিবিরকর্মী মোহাম্মদ রনি (২২)।

এর মধ্যে জামায়াত নেতা আবদুল কুদ্দুসের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার রানীনগর গ্রামে।

পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান জানান, আটকরা উপজেলায় সংঘটিত বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত। তারা তিনজনই মামলার আসামি। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।