ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

রাজনীতি

নাশকতার প্রতিবাদে বরিশালে ওলামা লীগের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
নাশকতার প্রতিবাদে বরিশালে ওলামা লীগের মানববন্ধন

বরিশাল: পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা ও নাশকতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করছে ওলামালীগ।

বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে সোমবার বেলা সাড়ে ১১টায় এ মানববন্ধনের আয়োজন করে মহানগর ওলামালীগ।



মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি এইচ এম মাহমুদুল হাসান আনছারী, সহ-সভাপতি মালানা নুরুল আমিন, সাধারণ সম্পাদক ও ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদের আহ্বায়ক মাওলানা বশির উল্লাহ আতাহারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোছাদ্দেক বিল্লাহ সাইফি, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু জাফর ও মাওলানা সুলতান আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে যখন শান্তি বিরাজ করছিল আর উন্নতির দিকে যাচ্ছিল, তখন একটি কুচক্রি মহল সন্ত্রাস করে দেশকে জঙ্গিবাদের দিকে ধাবিত করতে চাচ্ছে। এসব অস্থিতিশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্বাধীনতাযুদ্ধে বিরোধীতাকারী যুদ্ধপরাধীদের কোনোমতেই রক্ষা করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।