ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

রাজনীতি

লালমনিরহাটে বিএনপির মিছিল সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
লালমনিরহাটে বিএনপির মিছিল সমাবেশ

লালমনিরহাট: সরকারের পদত্যাগের দাবি ও হরতালের সমর্থনে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৩ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।



মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ের দিকে আসলে টিঅ্যান্ডটি মোড়ে পুলিশ বাধা দেয়। এতে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মমিনুল হক, বিএনপি নেতা এ্যাডভোকেট ফজলুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।