ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

জাপার প্রেসিডিয়ামে পুনর্বহাল তাজুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
জাপার প্রেসিডিয়ামে পুনর্বহাল তাজুল

ঢাকা: বিরোধী দলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী এমপিকে আবারো প্রেসিডিয়াম সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ স্বাক্ষরিত  গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১০ সেপ্টেম্বর এমপি তাজুল ইসলামকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে ‍অব্যহিত দেওয়া হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি ২০১৫) থেকে অব্যহতির আদেশ প্রত্যাহার করে প্রেসিডিয়াম সদস্য পদে তাকে পুনর্বহাল করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।