ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

যশোরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
যশোরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা প্রতীকী

যশোর: যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেনকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ইছালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।



মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি।

এ অবস্থায় তাকে উদ্ধার করে যশোর আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

ইছালি গ্রামের মোকাম মণ্ডলের ছেলে মোশারফ জেলা শহরের পালবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকালে বাসা থেকে মোটরসাইকেলে করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাচ্ছিলেন মোশারফ। পথে বাহাদুরপুর এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধ মোশারফকে উদ্ধার করে ওই হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫/আপডেট : ১৩০৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।