খুলনা: দীর্ঘ ১১ বছর পর খুলনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)।
ওইদিন সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে ৯টি উপজেলার আটটিতে সম্মেলন শেষ করেছে জেলা কমিটি। পাইকগাছা উপজেলার সম্মেলন না করেই জেলা সম্মেলন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ।
সর্বশেষ ২০০৪ সালের ১৭ জানুয়ারি জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে শেখ হারুনুর রশিদ সভাপতি এবং এস এম মোস্তফা রশিদী সুজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শেখ হারুনুর রশিদ বলেন, এবারের সম্মেলনে কাউন্সিলরা আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবেন। গণতান্ত্রিক পদ্ধতি অথবা সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে নেতৃত্ব নির্বাচন করা হবে।
সম্মেলনের উদ্বোধন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি জানান, সম্মেলন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে উপজেলা ও ইউনিয়ন সম্মেলন শেষ হয়েছে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সংবাদ সম্মেলনে দলের জেলা সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিন, সোহরাব আলী সানাসহ স্থানীয় আ’লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম উঠে আসায় নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট চাইছেন তৃণমূল নেতারা। তারই অংশ হিসেবে তৃণমূলের সংগঠকরা সিলেকশন না করে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে দাবি জানিয়েছেন।
জেলা কমিটিতে সভাপতি পদে বর্তমান সভাপতি শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার নাম উঠে এসেছে। আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন বর্তমান যুগ্ম সম্পাদক বিএমএ নেতা ডা. শেখ বাহারুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা যুগ্ম-সম্পাদক গাজী আব্দুল হাদী ও সাবেক ছাত্রনেতা অসিত বরণ বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫