সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগ কার্যালয়ের গেট থেকে লালটেপে মোড়ানো জর্দার কৌটা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সেটি উদ্ধার করা হয়।
সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু বাংলানিউজকে জানান, সকালে আওয়ামী লীগ কার্যালয়ের গেটের তালার সঙ্গে লালটেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।
তার দাবি, বিএনপি-জামায়াত সমর্থকরা আতঙ্ক ছড়ানোর জন্য বস্তুটি রেখেছিল।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান মাহমুদ তুহিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, লালটেপে মোড়ানো বস্তুটি মূলত একটি জর্দার কৌটা।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫