ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

জয়পুরহাটে বাসে-ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
জয়পুরহাটে বাসে-ট্রাকে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ-হরতাল চলাকালে জয়পুরহাটের মাটিরঘর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন ও কলা বোঝাই একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট-বগুড়া সড়কে এ ঘটনা ঘটে।



ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় শ্যামলী পরিবহনের সুপারভাইজার আবু রায়হানসহ তিন যাত্রী আহত হয়েছেন বলে দাবি করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

পুলিশ ও প্রত্যক্ষাদর্শীরা জানান, জয়পুরহাট থেকে ঢাকাগামী বাস ও ট্রাক মাটিরঘর এলাকায় পৌঁছালে আট-১০ জন দুর্বৃত্ত গাড়ি দু’টির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে ও ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।  

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও ৠাবর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে দুর্বৃত্তদের কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।