ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদা খাচ্ছেন পোলাও-বিরিয়ানি, শ্রমিকরা আছেন না খেয়ে

স্টাফ করেসপন্ডেন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
খালেদা খাচ্ছেন পোলাও-বিরিয়ানি, শ্রমিকরা আছেন না খেয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

ঢাকা: হরতাল-অবরোধ ডেকে নিজ কার্যালয়ে বসে খালেদা জিয়া পোলাও-বিরিয়ানি খাচ্ছেন। আর আন্দোলনের রোষানলে পড়ে দেশের কৃষক-শ্রমিকরা না খেয়ে আছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।



মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য ফোরাম আয়োজিত ‘শান্তির জন্য পদযাত্রা’ কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গণআন্দোলন কাকে বলে সেটা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থেকেই শিক্ষা নেওয়া উচিত। গবিবের যেন কষ্ট না সে দিক নির্দেশনা দিয়ে ওই ভাষণে আন্দোলনের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু। কিন্তু ‘ম্যাডাম খালেদা’ আন্দোলনের নামে শ্রমিকসহ সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করছেন। আন্দোলনের রোষানলে পড়ে কৃষক-শ্রমিকরা দিশেহারা হয়ে পড়েছেন।

আন্দোলনের নামে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে দাবি করে মন্ত্রী বলেন, লন্ডনে বসে তারেক রহমান আইএসআই’র সঙ্গে দেশ ধ্বংসের চুক্তি করেছেন। ক্ষমতায় গিয়ে বাংলার মানুষকে হত্যা করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন। দেশ নিয়ে বিএনপি-জামায়াত যে কঠিন ষড়যন্ত্র করছে তার প্রমাণ মান্না-খোকার ফোনালাপ।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাস সৃষ্টি করছেন। শ্রমিকদের রক্তচুষে পোলাও-বিরিয়ানি খাচ্ছেন। ক্ষমতায় যাওয়ার জন্য আর কত রক্ত প্রয়োজন আপনার?

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে আহ্বান জানান তিনি। ‍

বক্তব্যের পর মন্ত্রীর নেতৃত্বে শান্তির জন্য সাদা পতাকা হাতে পদযাত্রা শুরু হয়, যা জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।