ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

সেনাবাহিনী কোনো ভুল করবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
সেনাবাহিনী কোনো ভুল করবে না বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সেনাবাহিনী কোনো ভুল করবে না-বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।
 
মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি ) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতির আয়োজনে সহিংসতা বিরোধী এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।



অনুষ্ঠানের প্রধান অতিথি ফারুক খান বলেন, ১৯৭৫ সালে জিয়াউর রহমান সেনাবাহিনীর অনেককে হত্যা করেছিলেন। ১৯৯৬–তেও খালেদা জিয়া অনেককে চাকরিচ্যুত করেন। সুতরাং সেনাবাহিনী বর্তমানে কোনো ভুল করবে না।

এ সময় যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

মানববন্ধনে অন্যদের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইএ-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহ-সভাপতি ইসমত কাদির গামা, সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসার,  আয়োজক সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন, সাধারণ সম্পাদক শৈলেন নাথ মজুমদার প্রমুখ বক্তব্য দেন।  
 
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।