গাইবান্ধা: গাইবান্ধায় বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
এদের মধ্যে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম (৩৮) রয়েছেন। তিনি ওই ইউনিয়নের অবিরামপুর গ্রামের আব্দুস ছামাদ মিয়ার ছেলে। বাকিদের নাম জানা যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা একাধিক নাশকতার মামলার আসামি।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫