ঢাকা: দেশব্যাপী চলমান হরতাল আরো ৪৮ ঘণ্টা বাড়িয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর ফলে গত রোববার থেকে শুরু হওয়া টানা ৭২ ঘণ্টার হরতাল বুধবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও এবার তা শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন, দেশব্যাপী নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা ও নির্যাতন, নেতা-কর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি চলছে।
এর আগে ২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করছিল সরকার বিরোধী ২০ দলীয় জোট।
একই সঙ্গে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের সব জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫