ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতীকী অনশন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কার্যালয়ের সামনে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
আইনজীবীদের পানি পান করিয়ে অনশন ভাঙান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা এবং আইনজীবী টিএইচ খান ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বারের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ অনশন কর্মসূচি পালিত হয় বলে জানান সংশ্লিষ্টরা।
সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজার সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি খালেদ পান্না, শাহ খসরুজ্জামান, খালেদ আহমেদ প্রমুখ।
কর্মসূচিতে ঢাকা বার কাউন্সিলের সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়ার বাসা ও অফিসের সামনে বোমা ও ককটেল মারা হচ্ছে। পুলিশ দিয়ে নেতাদের ওপর নির্যাতন করা হচ্ছে।
এ সময় সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এ সময় বার নির্বাচনে জাতীয়তাবাদী প্রার্থীদের নির্বাচিত করতে এক সঙ্গে কাজ করারও আহ্বান জানান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫