ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ও পরে তা অস্বীকার করাকে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে নাগরিক ঐক্য।
মঙ্গলবার (ফেব্রুয়ারি ২৪) জাতীয় প্রেসক্লাবের হলরুমে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে অপ্রচার বন্ধ ও মুক্তির দাবিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ অভিযোগ করে।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় পরিষদের সদস্য ইফতেখার আহমেদ বাবু অভিযোগ করেন, দেশের সব মানুষ যেখানে জেনে গেছে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে বনানীর এক আত্মীয়ের বাসা থেকে ডিবি পুলিশ মাহমুদুর রহমান মান্নাকে ধরে নিয়ে গেছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে আটকের বিষয়টি অস্বীকার করা হচ্ছে।
তিনি বলেন, মাহমুদুর রহমান মান্নার বক্তব্য বিকৃতভাবে ব্যাখ্যা করে তার বিরুদ্ধে লাশ চাওয়ার অভিযোগ তোলা হয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তার সঙ্গে কথা বলার প্রস্তাব নিয়েও পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে।
চলমান সঙ্কট সমাধানের জন্য যখন তিনি নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন, সেই মুহূর্তে সঙ্কট আরও ঘনীভূত করতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মান্নার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সব গণতন্ত্রমনা ব্যক্তি, শক্তি ও দলের সহযোগিতা কামনা করি আমরা।
সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
** মাহমুদুর রহমান মান্না আটক, ডিবির অস্বীকার
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫