ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলায় নাশকতার অভিযোগে আটক শিবিরের নয় কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের ভোলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে গোপন বৈঠক চলাকালে সন্দেহভাজন হিসেবে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক কর্মীরা হলেন- মো. জোবায়ের (১৯), মো. মিরাজ (১৯), মো. শিবলী (১৪), মো. আলামিন (১৫), মো. রিপন (২০), মো. হাসনাইন (১৪), মো. সিরাজ (১৫), মো. আরিফ (১৬) ও মো. বাচ্চু (২৪)।
এদের মধ্যে জোবারের বাড়ি চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ ও বাকিদের বাড়ি সম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামে।
ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বাংলানিউজকে বলেন, সোমবার রাতে তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামে জনৈক অজি উল্লাহর বাড়িতে নাশকতাসহ বিভিন্ন সহিংস ঘটনার পরিকল্পনার বৈঠক করছিলো শিবির কর্মীরা।
গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে জিদাহী বই, লিফলেট ও পোস্টার উদ্ধার করা হয়।
রাতভর জিজ্ঞসাবাদে পর নাশকতার প্রমাণ পাওয়ায় মঙ্গলবার দুপুরে তাদের ভোলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এরা চলমান হরতাল ও অবরোধে নাশকতা সৃস্টি করে আসছিলো।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫