ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

লালমনিরহাটে বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
লালমনিরহাটে বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ১৫

লালমনিরহাট: লালমনিরহাটে নাশকতাসহ বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


 
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কল) আদিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, নাশকতাসহ বিভিন্ন মামলায় বিএনপি জামায়াতের চারজনসহ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১৫ জনকে গ্রেফতার করা হয়।

লালমনিরহাটের পাঁচটি থানা পুলিশ বিশেষ অভিযানে এসব আসামিদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে।

লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) টিএম মোজাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পুলিশের এ বিশেষ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।