সাভার (ঢাকা): সাভার থানা বিএনপির সভাপতি ও বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজি মাহমুদুল হাসান আলালকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বিএনপি জামায়াতের ডাকা অবরোধ ও হরতালে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিরুলিয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বাংলানিউজকে জানান, দুপুরে এএসপি শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি গোপন সংবাদের ভিত্তিতে বিরুলিয়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মাহমুদুল হাসানকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, বিএনপির ডাকা হরতালে সাভারে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫