নোয়াখালী: অবরোধ-হরতালের সমর্থনে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদীর টিভি সেন্টারের সামনের প্রধান সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
এ সময় নেতাকর্মীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে এবং জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহাজাহান, শহর ছাত্রদল সভাপতি মিজানুর রহমান মিজান, নোয়াখালী কলেজ ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখুর মুক্তির দাবিতে শ্লোগান দেয় নেতাকর্মীরা।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শহর যুবদল নেতা জহির হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাঈল চৌধুরী হিরন, শহর ছাত্রদল নেতা কাউসার হোসেন ফারুক, শাকিল জাহান বাবু, নোয়াখালী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সুজন, শহর ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫