ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে অবিলম্বে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মুখপাত্র এ দাবি করেন।
মান্নাকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার সময় সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই নিয়ে গেছে দাবি করে সালাহ উদ্দিন আহমেদ তার বিবৃতিতে বলেন, তারপর পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়নি মর্মে বক্তব্য প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি। যে প্রক্রিয়ায় তাকে তুলে নেওয়া হলো তাতে রাষ্ট্রের কোনো নাগরিকের মৌলিক অধিকার, মানবাধিকার এবং বেঁচে থাকার অধিকারের কোনো গ্যারান্টি অবশিষ্ট রইল না।
তিনি বলেন, আমরা সাংবিধানিক, মৌলিক ও মানবাধিকারকে চূড়ান্ত লঙ্ঘন করে সরকারী বাহিনীর এহেন ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে মান্নাকে তার পরিবারের কাছে ফেরত দিতে ও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫