রাজশাহী: রাজশাহীর বাঘায় দুর্বৃত্তের গুলিতে শহীদ উদ্দিন (২৬) নামের এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলার মণিগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম বাংলানিউজকে জানান, শহীদ উদ্দিন মোটরসাইকেল নিয়ে মণিগ্রামে যাচ্ছিলেন। পথে কে বা কারা পেছন থেকে তাকে গুলি করে। ওই সময় শহীদ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। গুলিটি তার পিঠে লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলেও জানান ওসি আমিনুর রহমান।
এদিকে, পরিবারের পক্ষ থেকে শহীদের বাবা মক্কেল আলী দাবি করেছেন, স্থানীয় বিএনপি-জামায়াতের লোকজনই শহীদকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে গুলি করেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করবেন।
এসময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫