ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

বিডিআর হত্যাযজ্ঞ

নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাবে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাবে বিএনপি

ঢাকা: বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাযজ্ঞের ষষ্ঠ বার্ষিকীতে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাবে বিএনপি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন দলটির একটি প্রতিনিধিদল।



বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সকাল দশটা ৪৫ মিনিটে বনানী সামরিক কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নেতাদের দলটি।

তবে এই দলের কোনো সদস্যের নাম-পরিচয় নিশ্চিত করেনি সূত্রটি।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করেন বিপথগামি বিডিআর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।