আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ইসলামনগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তৌহিদ ও আমিনুল ইসলাম সবুজকে আশঙ্কাজনক অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রাতে ইসলামনগর দিয়ে বাড়ি ফিরছিলেন পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান। এ সময় একই এলাকার আওয়ামী লীগ সমর্থিত পাঁচ নম্বর ইউপি সদস্য লেহাজ উদ্দিনের ছেলে আমিনুল হক সবুজ দল নিয়ে তৌহিদ হাসানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
তৌহিদের চিৎকারে তার স্বজন ও বন্ধুরা এগিয়ে এসে আমিনুল হক সবুজ ও তার সহযোগীদের ওপর পাল্টা হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, দু’গ্রুপের সংঘর্ষের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫