ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

ভোলায় ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
ভোলায় ট্রাকে আগুন ফাইল ফটো

ভোলা: ভোলা শহরের খালপাড় এলাকায় পার্ক করা একটি ট্রাকে আগুন লেগেছে। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন চালক মো. জাকির মিয়া।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে এ আগ্নিকাণ্ড হয়।

ট্রাক মালিক মো. জাকির মিয়া জানান,  রাতে ট্রাকটি খালপাড় সড়কে পার্ক করা ছিল। সকালে হঠাৎ ট্রাকে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। তবে কিভাবে আগুন লেগেছে তা বোঝা যাচ্ছে না।

আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে যায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করলেও আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলা স্টেশনের সাব-অফিসার মো. বেলায়েত হোসেন।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।