ঢাকা: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।
সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ‘স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে’র দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মায়া বলেন, মিডিয়ায় বিবৃতি দেওয়া বিএনপি ও টকশোতে যারা মিথ্যাচার করছে তাদের শাস্তি হওয়া উচিত।
‘গণতান্ত্রিক সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে নাটের গুরু মান্নাসহ তার নাগরিক ঐক্যের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে,’—যোগ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষকরাও বক্তব্য দেন।
এর আগে সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সেগুনবাগিচা থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ ও সহিংস রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান পোস্টার-প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫