ঢাকা: প্রেসিডিয়াম সদস্য তাঁজ রহমানকে জাতীয় পার্টির সিলেট বিভাগীয় সমন্বয়কারী করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারায় এই নিয়োগ দিয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৩ সালে সিলেট বিভাগের সমন্বয়কারী ছিলেন প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। তিনি ২০১৪ সালে জাতীয় পার্টি (জাফর) এ যোগ দেওয়ার পর থেকে এ পদ শূন্য ছিল।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫