ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

‘যে কোনো মুহূর্তে গ্রেফতার খালেদা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
‘যে কোনো মুহূর্তে গ্রেফতার খালেদা’ সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী

গাজীপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাই তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের টঙ্গীর নতুনবাজারস্থ সমাজসেবা অধিদপ্তরের মৈত্রী শিল্পে প্রতিবন্ধী শ্রমিকদের সমস্যা সমাধান এবং মুক্তা মিনারেল পানির বিশুদ্ধকরণ প্রক্রিয়া পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।



সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,  খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে। তবে, গ্রেফতারের পর তাকে কোথায় রাখা হবে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।

এসময় শক্ত হাতে নাশকতা দমন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এসময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

পরে মন্ত্রী টঙ্গীর কলেজগেটস্থ কিশোর উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করে সেখানকার নিবাসীদের খোঁজ-খবর নেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।