ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

অস্থির চিত্তের মান্না ৬ বার দল বদলেছেন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
অস্থির চিত্তের মান্না ৬ বার দল বদলেছেন

জাতীয় সংসদ ভবন থেকে: এক সময়ের রাজনৈতিক সহযোদ্ধা মাহমুদুর রহমান মান্নাকে অস্থির চিত্তের মানুষ হিসেবে অভিহিত করলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য শিরিন আখতার। তিনি বলেন, এই মান্নাকে তো আমরা অনেক আগে থেকেই চিনি।

অস্থির চিত্তের এই মান্না ছয় বার দল বদল করেছেন। সর্বশেষ কোনো কূল না পেয়ে সেনাবাহিনীর কাছে ধর্না দেওয়ার চেষ্টা করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় সংসদে সভাপতির আসনে ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

শিরিন আখতার বলেন, মাহমুদুর রহমান মান্না গত কয় বছর ধরে টিভি টকশো করে বড় বড় কথা বলেছেন। এখন তার থলের বিড়াল বেরিয়ে গেছে। তিনি (মান্না) আপোস করবেন না বলে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। নিজের আদর্শেই দল গড়ার কথা বলেছেন। তার চরিত্র আমাদের জানা আছে।

তিনি বলেন, মান্না একটি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চান। সেনাবাহিনী ব্যবহার করে অভ্যুত্থান ঘটাতে চান।

খালেদা জিয়ার সমালোচনা করে ফেনীর এ সংসদ সদস্য বলেন, ‘খালেদা খানম পুতুল, পুতুল তো নয় ডুমুরের ফুল’।

খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনী-৩ আসন থেকেই নির্বাচিত শিরিন আখতার। ওই এলাকার উন্নয়ন না হওয়ায় তিনি এ মন্তব্য করেন।

সংলাপ প্রঙ্গে শিরিন আখতার বলেন, সংলাপ তো হচ্ছেই। আমরা বলছি সহিংসতা বন্ধ করুন, তারা জবাব দিচ্ছে সহিংসতা করে। আমরা বলছি ছেলে-মেয়েদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিন, তারা পরীক্ষাই বন্ধ করে দিচ্ছে। এইখানেই তো সংলাপ হয়ে যাচ্ছে। এরপরে আবার কীসের সংলাপ। জঙ্গিদের সঙ্গে কোনো সংলাপ হবে না।

অবিলম্বে খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতারের দাবি জানান জাসদের এই নেত্রী।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।