ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার চায় ওয়ার্কার্স পার্টি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার চায় ওয়ার্কার্স পার্টি অভিজিৎ রায়

ঢাকা: অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে দলটি।



শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ধর্মীয় উগ্রবাদীরা অভিজিৎ রায়কে যেভাবে হত্যা করেছে ঠিক সেভাবেই ২০০৪ সালের ফেব্রুয়ারিতে অধ্যাপক ড. হুমায়‍ুন আজাদের ওপর হামলা করেছিল।

‘একই কায়দায় এই দুটি হত্যাকাণ্ডই প্রমাণ করে দেশব্যাপী খুনিরা এখনও তৎপর ,’—যোগ করেন ওর্য়াকার্স পার্টির নেতারা।

জঙ্গি ও মৌলবাদীদের তৎপরতা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।