ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

গুপ্ত হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৪, মার্চ ১, ২০১৫
গুপ্ত হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুপ্ত হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুল সোবাহান গোলাপ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৮টায় রমনা উদ্যানে ইউরো আসিয়ানো রেস্টুরেন্টে ‘বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির পুর্নমিলনী-২০১৫’ এবং ‘দেশের চলমান সহিংসতা ও গণমাধ্যম ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।



তিনি বলেন, দেশের জনগণ হত্যা করে কেউ কখনও ক্ষমতায় যেতে পারে নি। আপনিও (খালেদা জিয়া) জনগণ থেকে বিছিন্ন হয়ে তাদের হত্যা করে কখনও ক্ষমতায় যেতে পারবেন না।

দেশ যখন মধ্যম আয়ের দ্বারপ্রান্তে তখন হরতাল-অবরোধের নামে সাধারণ মানুষকে পেট্রোল বোমা দিয়ে জ্বালিয়ে গুপ্ত হত্যা শুরু করছেন বলেও মন্তব্য করেন তিনি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিডিয়ার সামনে নিজেকে সুশীল বলে সংলাপের আহ্বানে গলা ফাঁটিয়েছেন, আবার দেশের শিক্ষার্থীদের হত্যারও পরিকল্পনা করেন।

ক্ষমতার লোভে যারা দেশের সাধারণ শিক্ষার্থীদের হত্যার পরিকল্পনা করে এবং পেট্রোল দিয়ে জ্বালিয়ে সাধারণ মানুষ হত্যা করে তাদের সঙ্গে কখনও সংলাপ হতে পারে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুজন হাওলাদার।

বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শফিউল্লা সুমনের উপস্থাপনায় বক্তব্য রাখেন শেখ ফজলে ফাহিম, চিত্র রঞ্জন দাস, বিটিভির সাংবাদিক উজ্জল, মাজেদুল ইসলাম, কে এম শহিদুল্লা, মাহাবুল রহমান খোকন, ইকরামুলজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।