ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

জাবিতে ধর্মঘটের ড‍াক ছাত্রদলের

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, মার্চ ৫, ২০১৫
জাবিতে ধর্মঘটের ড‍াক ছাত্রদলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারদিনের ধর্মঘট ডেকেছে ক্যাম্পাস শাখা ছাত্রদল।

শনিবার (০৭ মার্চ) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হবে।

চলবে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা পর্যন্ত।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার ও কেন্দ্রীয় ছাত্র নেত‍াদের নিঃশর্ত মুক্তির  দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূইয়া স্বাক্ষরিত একটি বিবৃতি সাংবাদিকের ই-মেইলে পাঠিয়ে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আটক সব কেন্দ্রীয় ছাত্র নেতাদের নিঃশর্ত মুক্তি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শনিবার সকাল ৮টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘট আহ্বান করছে।

বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম জাকিরকে ‘মিথ্যা’ মামলায় আটক করে রিমান্ডে নিয়ে ‘নির্যাতন’ করা হচ্ছে বলেও দাবি করা হয়।

ছাত্রদল সভাপতিসহ অন্যান্য ইউনিটের আটক নেতা-কর্মীদের মুক্তি ও ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করারও দাবি জানানো হয়।

এ বিষয়ে বিস্তারিত জানতে আবু সাঈদ ভূইয়ার সঙ্গে মুঠোফোনে যোগোযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।