ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদা নির্বাচনের কথা বলে মানুষ হত্যা করছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, মার্চ ২২, ২০১৫
খালেদা নির্বাচনের কথা বলে মানুষ হত্যা করছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম (ফাইল ফটো)

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একদিকে নির্বাচনের কথা বলেন, অন্যদিকে মানুষ হত্যা করছেন। তিনি নির্বাচনের কথা বলে মানুষ হত্যা করছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।



রোববার (২২ মার্চ) দুপুর ৩টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মাগুরায় পেট্রোল বোমায় দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আবারও সেই হতভাগ্য নিরীহ মানুষকে দগ্ধ অবস্থায় দেখলাম। জনগণ আশা করেছিল ওনাদের (২০ দলীয় জোট) বোধোদয় হবে।

তিনি বলেন, শনিবার আবারও হরতাল-অবরোধের নামে মাগুরায় খোলা ট্রাকের উপরে পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা ও দগ্ধ করেছে নিরীহ মানুষ। এদিকে, ফেনী জেলায় এক মুক্তিযোদ্ধা পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা গেছেন।

মাগুরায় পেট্রোল বোমা নিক্ষেপকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানান মন্ত্রী।   

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।