সুনামগঞ্জ: আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যার দায়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
রোববার (২২ মার্চ) দুপুর আড়াইটায় সুনামগঞ্জের দিরাই উপজেলার রজনীগঞ্জ কলেজিয়েট হাইস্কুলের কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার।
এতে প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেন আরো বলেন, খালেদা নির্বাচনে না গিয়ে পরাজিত হয়েছেন। এখন তিনি রাজনৈতিক আন্দোলন ছেড়ে হত্যার রাজনীতি করছেন। তিনি পেট্রোল বোমার রাজনীতি করছেন। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করছেন। তিনি আগুনি বেগম।
সুরঞ্জিত বলেন, আওয়ামী লীগ আন্দোলনের হেডমাস্টার। তবে ক্ষমতার জন্য নয়। আওয়ামী লীগ জনতার অধিকারের জন্য আন্দোলন করেছে। আর খালেদা কোমায় যাওয়ার জন্য বোমা মেরে মানুষ হত্যা করছেন।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার সময় অবরোধ ডেকে নিজের নাতি-নাতনিদের পরীক্ষা দেওয়ার জন্য বিদেশে পাঠিয়েছেন। অবরোধ ডেকে এসএসসি পরীক্ষা বিঘ্নিত করার জন্য পরীক্ষার্থীদের কাছে খালেদাকে ক্ষমা চাইতে হবে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হুদা, অ্যাডভোকেট দিলীপ কুমার দাস, কলেজ উন্নয়ন কমিটির সভাপিত মুফতি মিয়া সরদার, অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া, অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫