ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

রাজশাহীতে ২ মামলায় ওয়ার্ড কাউন্সিলরসহ আসামি ১৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, মার্চ ১, ২০১৫
রাজশাহীতে ২ মামলায় ওয়ার্ড কাউন্সিলরসহ আসামি ১৭ ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে হানিফ পরিবহনের দু’টি বাস পেট্রোলবোমা মেরে পোড়ানোর ঘটনায় মহানগরের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা তরিকুল ইসলাম পল্টুকে প্রধান আসামি করে দু’টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (০১ মার্চ) দুপুরে বোয়ালিয়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বাদী হয়ে পুলিশ লাঞ্ছিত ও বিস্ফোরক আইনে মামলা দু’টি দায়ের করেন।



রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টুর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। রোববার সকালের ঘটনাটিও তার নির্দেশে তার ভাতিজা রিংকুসহ বেশ কয়েকজন মিলে ঘটিয়েছেন। ঘটনার পর দুপুরে থানার এসআই শরীফুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা দু’টি দায়ের করেছেন।

মামলায় রাসিক ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা তরিকুল ইসলাম পল্টুকে প্রধান আসামি করে তার ভাই রেজাবুল হাসান সেন্টু, ভাতিজা মিম আল মাহমুদ ইসতিয়াক ও রিংকুসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্য আটক থাকা সেন্টু, মিম ও রিংকুকে মামলা দু’টিতে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তিনি।

এদিন তরিকুল ইসলাম পল্টুর ভাতিজা রিংকুর নেতৃত্বে ১০ থেকে ১২ জন বিএনপি নেতাকর্মী শিরোইল বাস টার্মিনালে কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের দু’টি বাসে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।