ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

লালমনিরহাটে বিএনপির গণমিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, মার্চ ১, ২০১৫
লালমনিরহাটে বিএনপির গণমিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: হত্যা-গুম ও গণগ্রেফতারের প্রতিবাদে ও খালেদা জিয়ার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে গণমিছিল করেছে লালমনিরহাট জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১ মার্চ) বিকেল ৪টায় দলীয় কার্যালয় থেকে গণমিছিল বের করে জেলা বিএনপি।



জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন লালমনিরহাট সদর বিএনপির সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, মহিলা দলের সভানেত্রী জিন্নতাআরা রোজি, সম্পাদিক আঞ্জুমানারা শাপলা, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আবুল ফাত্তাহ, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল হোসেন, সম্পাদক জালাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।