ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

ফুলগাজী ছাত্রদল সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, মার্চ ১, ২০১৫
ফুলগাজী ছাত্রদল সেক্রেটারি গ্রেফতার

ফেনী: নাশকতার আশঙ্কায় ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ ভূঁইয়াকে (২৬) গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (০১ মার্চ) বিকেল ৪টার দিকে ফেনী আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফরিদ আহাম্মদ উপজেলার জিএমহাট ইউনিয়নের নূরপুর গ্রামের তোফাজ্জল হকের ছেলে।

ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরের ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ফুলগাজী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, অবরোধ-হরতালে নাশকতাসহ তার বিরুদ্ধে ফুলগাজী থানায় চারটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।