ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদার বাসা থেকে পুলিশ প্রহরা প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, মার্চ ১, ২০১৫
খালেদার বাসা থেকে পুলিশ প্রহরা প্রত্যাহার ছবি: ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

গুলশান থানার অপারেশন্স অফিসার শেখ সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি বলেন, যেহেতু ওই বাসায় কেউ থাকেন না। তাই নিরাপত্তারও প্রয়োজন নেই। রোববার সন্ধ্যায় সেখান থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৩ জানুয়ারি গুলশানের ৮৯ নম্বর রোডের তার এই ভাড়া বাসা থেকে বেরিয়ে ৮৬ নম্বর রোডের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নেন। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধের পর থেকে তিনি তার কার্যালয়েই আছেন।

গুলশান থানায় দায়ের করা একটি বোমা বিস্ফোরণের মামলায় রোববারই দুপুরে তার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশীর নির্দেশন দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ