সিলেট: নব্বইয়ের দশকে সিলেটে জাতীয় পার্টির যে শক্ত অবস্থান ছিল, সেই অবস্থান ফিরিয়ে আনতে চায় দলটি। আর নিজেদের অতীত ইতিহাস ফিরিয়ে আনার পাশাপাশি সিলেটের রাজনীতির মাঠে দলের অবস্থান পুনরুদ্ধার করতেই জেলা জাতীয় পার্টির নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (০১ মার্চ) দুপুরে নগরীর একটি হোটেলে জেলা জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে সর্বস্তরের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেছেন। সকলেই নিজ নিজ অবস্থান থেকে দলের জন্য কাজ শুরু করেছেন। নতুন আহবায়ক কমিটি প্রত্যেক উপজেলা, থানা ও পৌরসভার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে কমিটিগুলো পুনঃগঠনের সিদ্ধান্ত নিয়েছে। ’
পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শাসনামলের ইতিহাসকে ‘উন্নয়নের ইতিহাস’ উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় পার্টি অস্থির রাজনীতিতে বিশ্বাস করে না। জাতীয় পার্টির রাজনীতির ইতিহাস হচ্ছে শান্তি আর উন্নয়নের। দেশবাসী শান্তি ও পরিবর্তন চায়। জাতীয় পার্টি ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ’
দেশের দুইটি রাজনৈতিক জোট ক্ষমতায় যেতে ও ক্ষমতা ধরে রাখতে অন্ধ হয়ে গেছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘কেউ গুলি করে আর কেউ আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারছেন। এভাবে ক্ষমতা ধরে রাখা যায় না, এমনকি ক্ষমতায় যাওয়াও যায় না। তাই অবিলম্বে মানুষ হত্যার রাজনীতি বন্ধ করে শান্তির রাজনীতিতে ফিরে আসার আহবান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী এটিইউ তাজ রহমান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওসমান আলী, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক খান, আহসান হাবীব মঈন, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আশরাফসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতা বলে সিলেট জেলা কমিটি বিলুপ্ত করে ৭১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
নতুন এই কমিটিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকীকে আহ্বায়ক ও সিলেট-৩ আসনের জাপার সমন্বয়ক উছমান আলীকে সদস্য সচিব করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫