ঢাকা: রাজধানীর গুলশান-২ চত্বরে পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (০২ মার্চ) দুপুর ৩টার দিকে বনানী-কাকলীর দিকে যেতে ফুলের দোকানগুলোর সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টার দিকে ফুলের দোকানগুলোর সামনে দুর্বৃত্তরা পরপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুলশান থানার অপারেশন অফিসার শেখ সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা শুনে ওই এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। তারা সেখানে তল্লাশি চালাচ্ছেন।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫