ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

পঞ্চগড় জেলা জামায়াতের আমিরসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, মার্চ ২, ২০১৫
পঞ্চগড় জেলা জামায়াতের আমিরসহ আটক ৫

পঞ্চগড়: পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ তাদের আটক করে।


 
আটক অন্যরা হলেন যুবদল নেতা শহিদ বাবু ও বকুল, স্বেচ্ছাসেবক দলের নেতা মোশারফ হোসেন। আটক নেতাকর্মীরা সবাই পঞ্চগড় জেলা শহরের বাসিন্দা।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জেলা জামায়াতের আমিরসহ বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, সোমবার ভোরে জেলা শহরের মিঠাপুকুর এলাকায় পার্ক করা দু’টি বাসসহ সদর উপজেলার জগদল বাজার আওয়ামী লীগ কার্যালয় ও টুনির হাট বাজারে কামাত-কাজলদিঘী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। সেই অভিযানের অংশ হিসেবেই তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫/আপডেট : ১৬৪৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ