ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

বিদেশি ক্রেতাদের দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, মার্চ ২, ২০১৫
বিদেশি ক্রেতাদের দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বর্তমান অবস্থার সুযোগে তৈরি পোশাক শিল্পের ক্রেতাদের বাংলাদেশে আসতে না দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এ বিষয়টি সুরাহা করারও ইঙ্গিত দেন তিনি।



সোমবার (২ মার্চ) সচিবালয়ে দেশের ক্ষতিগ্রস্ত পোশাক ও বস্ত্রখাত সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী এ অভিযোগ করেন।

তিনি বলেন, এখন নতুন অর্ড‍ারের সময়। আমি সবচেয়ে বেশি অরিড এজন্য যে, বিভিন্ন দেশ থেকে ক্রেতাদের আসতে সাবধান করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় সব কথা কথা বলেছি। দেখছি কী করা যায়।

দেশে চলমান সহিংসতা ও বিদেশি ক্রেতাদের দেশে আসতে না দেওয়ার বিষয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি জাতীয় ক্রাইসিস নয়। তবে তা অর্থনৈতিক উন্নয়নের জন্য বড়বাধা। এবারের প্রব্লেমটা টোটালি আনএস্পেকটেড। আমরা বিপদে আছি। দুই মাস থেকেই বিপদটা চলছে। বস্তুত: দুই মাসও হয়নি। তবে এর প্রভাব কিছুদিন পর বোঝা যাবে।

আমদানিকারকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, আপনারা যা বললেন আমি এ নিয়ে সব কিছু মন্তব্য করতে পারবো না। আপনারা সকলেই জানেন কেনো এটা হয়েছে। এটা অসহনীয় অবস্থা। জীবন প্রবাহ বন্ধ হচ্ছে তা নয়। জীবন প্রবাহ ঠিকই আছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ