ঢাকা: মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটসহ বাংলাদেশে নিযুক্ত অন্তত ১০টি দেশের কূটনীতিক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে গেছেন।
একাধিক দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
২০ দলীয় জোটের টানা হরতাল ও অবরোধের মধ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ’টার কিছু পরে একটি সাদা রঙের মাইক্রোবাস (দ-৬৫-৫১১) খালেদা জিয়ার কার্যালয়ে ঢোকে। কালো গ্লাসের আবরণের কারণে গাড়ির ভেতরের যাত্রীদের চেনা সম্ভব হয়নি। তাছাড়া গাড়িটিতে কোনো পতাকাও ছিলো না।

তবে ওই গাড়িতে বার্নিকাট ছাড়াও বাংলাদেশ নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদাল্যান্ড, সুইডেন, স্পেন ও ডেনমার্কের রাষ্ট্রদূত খালেদা জিয়ার কার্যালয়ে ঢুকেছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই তারা মূলত খালেদা জিয়ার কার্যালয়ে গেছেন বলে আভাস দিয়েছে দলীয় সূত্র।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান রয়েছেন খালেদা জিয়ার সঙ্গে।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫