ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে যাত্রীবাহী ২ বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, মার্চ ৩, ২০১৫
রাজধানীতে যাত্রীবাহী ২ বাসে আগুন ফাইল ফটো

ঢাকা: রাজধানীর উত্তরা ও কেরানীগঞ্জে দু’টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা।

মঙ্গলবার (০৩ মার্চ) রাত সাড়ে ৯টায় কেরানীগঞ্জের কদমতলী বাসস্ট্যান্ডে একটি এবং উত্তরা বিজিএমইএ ভবনের সামনের সড়কে আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।



বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আব্দুস সেলিম মিয়া বাংলানিউজকে জানান,  উভয় স্থানেই ফায়ার সার্ভিসের দু’টি করে মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।