ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

কুমিল্লায় পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক-হেলপার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৫, মার্চ ৪, ২০১৫
কুমিল্লায় পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক-হেলপার ছবি: প্রতীকী

ঢাকা: কুমিল্লার দেবিদ্বার এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ট্রাক চালক ও হেলপার দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।



দগ্ধ ট্রাক চালকের নাম জজ মিয়া (৩৮)। তার পিতার নাম হাজি সোনা মিয়া। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মইনগ্রাম।

অন্যদিকে, হেলপারের নাম মো. মনির (৪০)। তার পিতা আবু তাহের ও বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বাড়িউড়া গ্রামে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসে।

আহত মনির বলেন, আমরা কুমিল্লার কোম্পানিগঞ্জে পাথর সাপ্লাই দিয়ে ফিরছিলাম। ট্রাক ইউসুফপুর সিএবি বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমায় আমরা দু’জন দগ্ধ হই।

ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক আদনান জানান, দু’জনেরই শ্বাসনালিতে বার্ন রয়েছে। জজ মিয়ার ৪০ শতাংশ ও মনিরের শরীরের আট শতাংশ পুড়ে গেছে। দু’জনের মধ্যে জজ মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।