ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

না.গঞ্জে শিবিরকর্মী ৩ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, মার্চ ১১, ২০১৫
না.গঞ্জে শিবিরকর্মী ৩ দিনের রিমান্ডে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ওমর আলী নামে এক শিবিরকর্মীকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন এ আদেশ দেন।



মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি শহরের গলাচিপা এলাকায় আনন্দ পরিবহনের বাসে (ঢাকা মেট্রো ব ১১-০০৪৬) আগুন দেয় দুর্বুত্তরা।

এ ঘটনায় ১২জনকে আসামি করে থানায় একটি মামলা করে পুলিশ। এরমধ্যে ওমর আলী অন্যতম আসামি।

তিনি বলেন, গ্রেফতার করে ওমর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।