ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

আজিমপুরে ককটেলে ২ পুলিশ সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, মার্চ ১১, ২০১৫
আজিমপুরে ককটেলে ২ পুলিশ সদস্য আহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর আজিমপুরে ইডেন কলেজের সামনে হরতাল-অবরোধকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন।

আহতরা হলেন- পুলিশ কনস্টেবল আব্দুল মান্নান (৪৫) ও মো. জাকির (৩২)।



বুধবার (১১ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

আহত দু’জনকে পুলিশের একটি পিকআপে করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসা না দিয়ে তাদের ‍‌ওই পিকআপে করেই রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংল‍ানিউজকে বলেন, আমরা ঘটনাটা জানার জন্য খোঁজ-খবর নিচ্ছি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।