ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

সেলিমাকে দেখতে খালেদার কার্যালয়ে চিকিৎসাকর্মী

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৯, মার্চ ১২, ২০১৫
সেলিমাকে দেখতে খালেদার কার্যালয়ে চিকিৎসাকর্মী বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের মেডিকেল চেকআপ করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেছেন একজন চিকিৎসাকর্মী।  

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে গুলশান-২ এ খালেদার রাজনৈতিক কার্যালয়ে যান ল্যাবএইড হাসপাতালের গুলশান শাখার মেডিকেল অ্যাসিস্টেন্ট সুশীল চন্দ্র বসাক।



সুশীল চন্দ্র বসাক জানান, সেলিমা রহমান অসুস্থ হয়ে পড়েছেন। তাই তাকে খবর দেওয়া হয়েছে রক্ত পরীক্ষাসহ মেডিকেল চেকআপ করার জন্য।

সকালে সুশীল চন্দ্র বসাক কার্যালয়ের সামনে এলে পুলিশ তার দেহ তল্লাশি করে ভেতরে প্রবেশের অনুমতি দেয়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।