সিলেট: সিলেটে শনিবার(৪এপ্রিল) হরতাল ডেকেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার নগরীতে স্বেচ্ছাসেবকদলের ‘শান্তিপূর্ণ’ মিছিলে পুলিশের গুলিতে ১৭ নেতাকর্মী আহতের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর শনিবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহবান জানান।
বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মওদুদুল হকের পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, স্বেচ্ছাসেবকদলের ডাকা শনিবারের হরতালে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, জেলা সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান এক যুক্ত বিবৃতিতে হরতালের প্রতি সমর্থন জানান।
রাহাত চৌধুরী মুন্নার পাঠানো বার্তায় সর্বাত্মক হরতাল পালনে সিলেটবাসীর প্রতি আহবান জানান তারা।
বাংলাদেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫