ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

যশোরে ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, এপ্রিল ৩, ২০১৫
যশোরে ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন

যশোর: যশোর জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমানের বাড়িতে আগুন দিয়েছে দলীয় প্রতিপক্ষ গ্রুপের লোকজন।

এতে বাড়ির একটি ভূসি মালের গুদাম ও একটি ব্যটারিচালিত ইজিবাইক পুড়ে গেছে।



শুক্রবার (০৩ এপ্রিল) ভোর ৪টার দিকে শহরের কারবালা-ধোপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি একই এলাকার হাফেজ উদ্দিনের নেতৃত্বে মিরাজুল, আলাউদ্দিনসহ ১৫/২০ জন মিলে শুক্রবার ভোরে তাদের বাড়িতে হানা দেয়। এ সময় তারা বাড়িতে থাকা একটি ভূসি মালের গুদামে আগুন দেয় ও একটি ইজিবাইক পুড়িয়ে দেয়। পরে তিনি ঘরের দরজা না খোলায় কয়েক রাউন্ড গুলি ছুড়ে চলে যায় প্রতিপক্ষ।

তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ তাকে হত্যার উদ্দেশেই এ ঘটনা ঘটিয়েছে। তিনি এ জন্য মামলার প্রস্তুতি নিচ্ছেন।

তবে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বাংলানিউজকে বলেন, দুর্বৃত্তরা হাফিজুরের বাড়ির একটি ভূসিমালের ঘরে আগুন দিয়েছে বলে শুনেছি। তবে ছাত্রলীগে কোনো গ্রুপিং নেই।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাফেজ উদ্দিন বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে গুলির বিষয়টি তিনি জানেন না বলে জানান।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।