ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

সিটি নির্বাচনে প্রার্থীদের সমান সুবিধা চায় ২০ দল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, এপ্রিল ৩, ২০১৫
সিটি নির্বাচনে প্রার্থীদের সমান সুবিধা চায় ২০ দল বরকত উল্লাহ বুলু

ঢাকা: আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সব প্রার্থীর সমান সুবিধা নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলুর পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।



জোটের পক্ষে বিবৃতিতে বুলু বলেন, সরকার ও নির্বাচন কমিশনের উচিৎ আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি সিটি কর্পোরেশন নির্বাচন সমাপ্তির পর অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জাতিকে ভয়াবহ অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করা।

এক্ষেত্রে সরকারের ‘নেতিবাচক পন্থা’ গ্রহণের কারণে উদ্ভুত যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন ও সরকারকে দায়ী থাকতে হবে বলে দাবি করেন তিনি।

সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বুলু বলেন, ৫ জানুয়ারির নির্বাচন করে জোর করে দেশ শাসনে বসে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি’রা নির্লজ্জ মিথ্যাচারের আশ্রয় নিয়ে যেভাবে বক্তব্য বিবৃতি প্রদান করে যাচ্ছেন, তাতে জাতি কলঙ্কিতবোধ করছে। একজন মন্ত্রী বলেছেন- ‘বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় আইন-শৃঙ্খলা বাহিনী তালাবদ্ধ করেনি; বিএনপি’ই কার্যালয়ে তালা ঝুলিয়েছে, নেতারা চাইলে অফিসে বসতে পারেন, বাধা দেয়া হবে না। ’ অথচ সাংবাদিক মহলসহ দেশবাসী জানে; বিএনপি’র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অসুস্থ অবস্থায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ডিবি পুলিশ ৩ জানুয়ারি গ্রেফতার করে নিয়ে যায়, তারপর থেকেই প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় আইন-শৃঙ্খলা বাহিনী।

চলমান পরিস্থিতি নিয়ে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর বক্তব্যে হতাশা প্রকাশ করে বিএনপির এ যুগ্ম-মহাসচিব বলেন, প্রতিদিন হত্যা, গুম, অপহরণের পর অস্বীকার এবং সর্বোপরি জেল কিংবা পুলিশী হেফাজতে বিরোধী দলীয় নেতা-কর্মীদের মৃত্যু কী তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের আলামত? বৃহস্পতিবার সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিলে আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও গুলিবিদ্ধ করার ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নগ্ন উদাহরণ!

তিনি সরকারের উদ্দেশে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর বেষ্টনী ত্যাগ করে জনগণের কাতারে দাঁড়িয়ে গণদাবিকে পাশকাটা ততটা সহজ নয়। জনগণের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি নিয়ে সরকার যেভাবে গোঁয়ার্তুমি করছে সেটা কোনোক্রমেই শুভলক্ষণ নয়।

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ বিরোধী দলের গ্রেফতার-গুম-নিখোঁজ সব নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়ে সরকারকে দেশকে অচলাবস্থার হাত থেকে রক্ষা কর‍ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।