ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

বিএনপি মানুষ মারার কল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, এপ্রিল ৩, ২০১৫
বিএনপি মানুষ মারার কল ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপিকে ‘মানুষ মারার কল’ বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মগবাজারের নয়াটোলায় শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আশরাফ আলী।
 
শাজাহান খান বলেন, খালেদা জিয়া অফিসে বসে নাকে তেল দিয়ে ঘুমান আর হরতাল দেন। তিনি মানুষ হত্যা করে নিজেকে আপোষহীন প্রমাণ করতে চান। খালেদা জিয়ার গণতন্ত্র সন্ত্রাসীদের জন্য এবং সন্ত্রাসীদের দিয়ে গঠিত।

এ সময় সহিংসতার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন শাজাহান খান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, খালেদা জিয়াকে আইনের আওতায় এনে বিচার করুন। সহিংসতার জন্য তার কঠোর শাস্তি নিশ্চিত করুন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।